প্রচার করা হচ্ছে, মুসলিম মাত্রই নাকি সন্ত্রাসী। অথচ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পুলিশ বাহিনীর সমন্বয়ক সংগঠন ইউরোপোলের রিপোর্ট (২০০৬-০৯) অনুসারে ইউরোপের মোট সন্ত্রাসী কর্মকাণ্ডের ০.৩২ % এর জন্য মুসলমানরা দায়ি, বাকি ৯৯.৬৮% জন্য বাকি ধর্মগুলো দায়ি।
Pages
Recent Posts: আল-হেরার আলো
কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং ইসলাম ও আমার চিন্তাভাবনা !
কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং ইসলাম ও আমার চিন্তাভাবনা. ♥♥ ♥♥ ♥♥ ===================== — ❀ নাস্তিকরা প্রতিনিয়ত বিজ্ঞান দিয়ে ধর্মকে বাদ দেওয়ার চেষ্টা করে।তবে আলহামদুলিল্লাহ সকল ক্ষেত্রেই ধর্মেরই বিজয় ঘটে।নাস্তিক মুক্তমনাদের ধর্মকে বাদ দেবার বর্তমানে সবচেয়ে বড় হাতিয়ার হলো বিবর্তনবাদ এবং কোয়ান্টাম ফ্লাকচুয়েশন।বিবর্তনবাদের অসারতা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক লেখালেখি হয়েছে তবে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নিয়ে লেখালেখি আমার জানা মতে […]
মহিলাদের নামাজ নিয়ে কিছু কথা !
সালাত আদায় করার জন্য নারী পুরুষ কারোর জন্য স্বতন্ত্র নিয়ম করা হয়নি। জিবরাঈল (আঃ) আল্লাহর নির্দেশক্রমে দুই দফায় রাসূল (সঃ) কে পাঁচ ওয়াক্ত সালাতের নিয়ম পদ্ধতি ইমামতি করে বাস্তবভাবে শিখিয়ে গেছেন। এসময় জিবরাঈল (আঃ) নারীদের সালাতের জন্য আলাদা কোন নিয়ম পদ্ধতির বর্ণনা দেন নাই। রাসূল (সঃ) বহু সাহাবীদের উপস্থিতিতে বাস্তবভাবে রুকু, সাজদাহ ইত্যাদি করে দেখিয়ে […]
নারী-পুরুষের সালাতের পদ্ধতিগত কোন পার্থক্য আছে কি?
মুসলিম জাতীর জন্য একটি ফরয ইবাদত হচ্ছে সালাত বা নামায। যা কোন অজুহাতেই পরিত্যাগ করা সম্ভব নয়। আর পরকালে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেয়া হবে। তবে আমাদের সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে সালাত আদায়ে পার্থক্য দেখা যায়। কিন্তু মহানবী (সঃ) কখনও বলে যাননি যে, পুরুষ ও মহিলাদের মধ্যে সালাত আদায়ে পার্থক্য আছে। তাঁর সময় নারী-পুরুষ […]
ইসলামের দৃষ্টিতে ভুমিকম্প কেন হয় এবং ভুমিকম্প হলে করনীয় কী?
ভুমিকম্প কেন হয়? আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত, আল্লাহর নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন […]
জেনে নিন মহানবী ( সাঃ ) এর ২১৩ টি মহা মূল্যবান বাণী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। দুনিয়াতে যারা তাঁর দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে। তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তাঁর উম্মত বা অনুসারী দল। আমরা তাঁর দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্যে তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন। আর অপরটি হলো তাঁর সুন্নত বা […]
যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো ইমাম আবু হানিফাকে !
যুগে যুগে বহু ক্ষণজন্মা ব্যক্তিত্ব ইসলামের সেবা করে অমর হয়ে আছেন। ইমামে আজম হজরত আবু হানিফা (রহ.) তাদেরই একজন। তিনি ইসলামের জ্ঞান ভান্ডারে যে অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ তার কাছে চিরঋণী হয়ে থাকবে। জন্ম ও বংশ পরিচয় ইমাম আজমের পূর্ব পুরুষরা আদিতে কাবুলের অধিবাসী হলেও ব্যবসায়িক সূত্রে তারা কুফাতে নিবাস গড়েন। তার […]
হারুত ও মারুত ফেরেশতার প্রেমকাহিনীঃ
পবিত্র কোরআন তাফসীর সহকারে পড়লে আপনি হয়তো এই ব্যাপারে জানতে পারতেন। আর হারুত ও মারুত দু’জন ফেরেশতা যোহরা নামক মহিলার প্রেমে পড়েছিলো মর্মে কোন সহীহ হাদীস নেই। হারূত ও মারূতকে নিয়ে কোরআনে একটি মাত্র আয়াত রয়েছে, সেই আয়াতটি হলো- وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ […]
আমি মনে করি, ফেসবুকে যারা ইসলামের অভ্যন্তরীণ বিষয়াদি সম্পর্কে কথা বলেন এরা সাধারনত ৩ প্রকার। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন।
আমি মনে করি, ফেসবুকে যারা ইসলামের অভ্যন্তরীণ বিষয়াদি সম্পর্কে কথা বলেন এরা সাধারনত ৩ প্রকার। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। যথাঃ ১. মাযহাব বিদ্বেষী। এদের কাজ হচ্ছেঃ মাযহাব খুবই পচা-গান্দা বিষয়, মাযহাবীরা সব মূর্খ, মাযহাব হচ্ছে জাহান্নামী ৭২ ফিরকার অন্তর্ভুক্ত, এসব বলে বেড়ানো। এদের আক্রমণ সাধারনত হানাফীদের প্রতি। হানাফী মাযহাব খারাপ, হানাফীরা বিদ’আতী, জাহান্নামী এসব বলে […]
প্রসঙ্গঃ নারীরা কি পাঁজরের হাঁড় হতে সৃষ্ট; বিচার-বিশ্লেষণঃ.
❑ ❐ নাস্তিকরা বলে তারা নারীদের খুবই সম্মান করে।তারা নাকি নারীবাদী। নারীর অধিকার আদায় সম্পর্কে তারা নাকি খুবই সক্রিয়।ইসলামে নারীদের অবমাননা করা হয়েছে,হাদিসে আছে নারীদের পাঁজরের হাঁড় দ্বারা সৃষ্টি করা হয়েছে।এর উত্তর দেওয়ার আগে আমার কিছু প্রশ্ন ছিল? দু পায়ে হনুরা আজ পর্যন্ত নারীদের জন্য কথার ফুলঝুড়ি বাদে আর কি করেছে? নারীদের অধিকার আদায়ের জন্য […]
বাংলাদেশের উপর নির্ভরশীল ফকিরন্নি ভারত !
১) ভারতের রেমিটেন্স আয়ের ৫ম শীর্ষ উৎস হচ্ছে বাংলাদেশ, বছরে ১৫ বিলিয়ন ডলার। এছাড়া ১ম ও ৩য় অবস্থানে আছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরব ( http://www.priyo.com/2014/02/16/54308.html)। ২) ভারত বাংলাদেশে পন্য রফতানি করে প্রচুর বাণিজ্য করে। এক্ষেত্রে বাংলাদেশী কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলেও অবাধে প্রবেশ করানো হচ্ছে ভারতীয় মালামাল। সরকারি হিসেবে ২০১৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৬.০৩ […]
ভিডিও
http://m.youtube.com/watch?v=O6FeDkMrR8U
ফেসবুক পেজ
আসসালামু আলাইকুম ভাই,এই হাদিস টির রেফারেন্স দিবেন, √ “যখন মানুষ ভিন্ন নামে
মদ পান করবে,
নেতারা গায়িকা ও বাদ্যযন্তকে
সম্মান দিবে তখনই আজাব হিসাবে
আসবে ভুমিকম্প!”
benazir binte bakhtiar
On 25 Feb 2016 09:04, মোহাম্মাদ আসাদুজ্জামান নূর wrote:
> মোহাম্মাদ আসাদুজ্জামান নূর। posted: ” প্রচার করা হচ্ছে, মুসলিম মাত্রই নাকি
> সন্ত্রাসী। অথচ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পুলিশ বাহিনীর সমন্বয়ক
> সংগঠন ইউরোপোলের রিপোর্ট (২০০৬-০৯) অনুসারে ইউরোপের মোট সন্ত্রাসী কর্মকাণ্ডের
> ০.৩২ % এর জন্য মুসলমানরা দায়ি, বাকি ৯৯.৬৮% জন্য বাকি ধর্মগুলো দায়ি। ”
>
LikeLike
kon hadith ?
LikeLike